হাবিবুর রহমান সুমন
শনিবার, ৯ নভেম্বর ২০২৫
মাদারীপুরের রাজৈর উপজেলায় ইয়াবাসহ ১৭ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার মোল্লাকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আ*টক কিশোরের নাম সোবাহান মোল্লা (১৭)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের আসাদ মোল্লার ছেলে।
রাজৈর থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোবাহান মোল্লার কাছ থেকে ২০ পিস ইয়া*বা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।