মোঃ আব্দুল্লাহ আল মামুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর আলম খান, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবিদ হাসান, রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, এবং ধলাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল আমিন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, “মধুপুর থানায় দায়ের করা একটি মামলার আসামিদের গ্রেফতারে আমাদের সহযোগিতা চাওয়া হয়। মধুপুর থানা পুলিশের অনুরোধে আমরা অভিযানে সহায়তা করে চারজন আসামিকে আটক করেছি।”
তিনি আরও বলেন, “গ্রেফতারকৃতদের মধুপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, গত ৫ আগস্টের আগে মধুপুর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বেশ কয়েকটি স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একাধিক মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন