মোঃ মশিউর রহমান
র্যাংক ব্যাজে নতুন দায়িত্ব, সততা ও জনসেবায় নতুন উদ্দীপনা
দিনাজপুর পুলিশ বাহিনী আরও শক্তিশালী ও দক্ষ হয়ে উঠছে। এসআই (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন দুই জন কর্মকর্তা। রবিবার সকালেই দিনাজপুর পুলিশ লাইন্সে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
পদোন্নত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন,
“পদোন্নতি কেবল মর্যাদা নয়; এটি নতুন দায়িত্ব ও কর্তব্যের প্রতীক। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ থাকুন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিমসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। নবপদোন্নত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে পুলিশ সুপার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, যাতে তারা জনসেবায় আরও দক্ষ ও পেশাদার হয়ে নিজেদের প্রমাণ করতে পারেন।
পদোন্নতির মাধ্যমে নতুন দায়িত্ব ও সুযোগ এসেছে, যা জেলার পুলিশ বাহিনীকে আরও সৃজনশীল, দায়িত্বশীল ও জনগণের প্রতি আন্তরিক করে তুলবে। পুলিশ সুপার আশা প্রকাশ করেন, নবপদোন্নত কর্মকর্তারা তাদের নতুন পদে দায়িত্ব পালন করে পুলিশি পেশার মান এবং জনগণের আস্থা আরও বৃদ্ধি করবেন।
নতুন র্যাংক ব্যাজ, নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা — দিনাজপুর পুলিশ বাহিনী এগিয়ে যাচ্ছে দৃঢ় পদক্ষেপে।
মন্তব্য করুন