পবিত্র ঈদুল আজহার বেশ কিছু নাটকে দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। এসব নাটকে বেশির ভাগই তাঁর সহশিল্পী সময়ের তরুণ অভিনয়শিল্পীরা। তাঁদের সঙ্গে জুটি হওয়া নিয়ে প্রভা জানান, তরুণদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। তিনি সেই চেষ্টাই করছেন।
সম্প্রতি প্রভা শেষ করেছেন ‘বিয়েটা করেই ফেললাম’ নাটকের শুটিং। নাটকে তাঁর সহশিল্পী ছিলেন তরুণ অভিনেতা যাহের আলভী। রোমান্টিক এই নাটক নিয়ে প্রভা বলেন, ‘এখন নিয়মিতই অভিনয় করে যেতে চাই। সেভাবেই গল্পগুলো পছন্দ করছি। তা ছাড়া গল্পে সময়ের একটা চাহিদা রয়েছে। সেটাও মুখ্য। এখন দর্শক কী গল্প পছন্দ করছেন, সেগুলো করছি। রোমান্টিক, কমেডিসহ আমাদের নাটকে অনেক বার্তা দেওয়া হয়েছে। দেখা যায়, অনেক পরিবার সন্তানদের জোর করে বিয়ে দেয়। তারা এই নাটকে একটা বার্তা পাবে।’
মন্তব্য করুন