মোঃ আনোয়ারুল ইসলাম
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি বলেছেন, জামায়াতে ইসলামী নামের ইসলামী দল,কামের ইসলাম নয়। তাদেরকে মোনাফেকির দল বলা যায়। রোববার সকালে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের বাস ভবনে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাব পাইকগাছা সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন আওয়ামিলীগের সাথে যারা জড়িত ছিলেন,তাদের মধ্যে যারা নিরীহ প্রকৃতির ও যাদের মধ্যে দেশ প্রেম রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই।তিনি বলেন জনগণের খেদমত করাই আমার লক্ষ্য। এ-উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা আবুল হোসেন,সেলিম রেজা লাকি,এ্যাড, আব্দুস সাত্তার, মোস্তফা মোড়ল ও সাইফুদ্দিন সুমন। পরে তিনি পৌর বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।