মোঃ রাকিবুজ্জামান
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রিকশা ও অটো শ্রমিকদের এক আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত এ সমাবেশে শ্রমিকদের অধিকার, ন্যায়সংগত মজুরি ও সামাজিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম ও সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দশমিনা উপজেলা শাখার সহসভাপতি মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. শাহ্ আলম, বরিশাল অঞ্চল টিম সদস্য, সাবেক পটুয়াখালী জেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনের এমপি মনোনীত প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পটুয়াখালী জেলা সহসভাপতি মো. ইলিয়াস ফকির, বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলা আমির এম লুৎফর রহমান, ও ফেডারেশনের দশমিনা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সাইদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন সভাপতি মো. খোকন, দশমিনা সদর ইউনিয়ন সভাপতি মাস্টার মো. ইউনুস, এবং শ্রমিক নেতা সর্দার আব্দুস সালাম।
বক্তারা বলেন, রিকশা ও অটোচালকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা এখনো নানা বঞ্চনার শিকার। শ্রমিকদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করতে সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।