নাজমুল হোসেন লাবলু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদারীপুরের শিবচর পৌর শহরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে এ গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে এসে সমাপ্ত হয়।
এসময় শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা ফেস্টুন ও ব্যানার হাতে দলবদ্ধভাবে র্যালিতে যোগ দেন। প্রিয় নেতার কর্মসূচিতে অংশ নিতে উৎসাহী নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আবুল বাশার সিদ্দিকী বলেন, “আমার রাজনৈতিক জীবনের বয়স প্রায় ২৬ বছর। আমি রাজপথের আন্দোলন থেকে কখনও পিছিয়ে যাইনি। আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে, চারবার কারাভোগ করেছি এবং বহুবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। দীর্ঘ আট বছর বাড়িতে আসতে পারিনি। শিবচরের রাজনীতিতে আমি সরাসরি ও পরোক্ষভাবে সবসময় সক্রিয় ছিলাম।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমার পরিবারের সদস্যদের ওপর একাধিকবার নির্যাতন চালানো হয়েছে। সেই কারণে দীর্ঘদিন আমাদের পরিবার গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে পারেনি। এমনকি আমি আমার প্রিয় বাবার জানাজাতেও অংশ নিতে পারিনি, যা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্তগুলোর একটি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল আমার ত্যাগ ও নিষ্ঠার যথাযথ মূল্যায়ন করবে এবং আমাকে মনোনয়ন দেবে। দেশনায়ক তারেক রহমান আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা মাঠে থেকে জনগণের সঙ্গে কাজ করবেন, দল যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করবে। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করে, আমি নির্বাচনে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত।
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, এর আগে ৩ নভেম্বর মাদারীপুর-১ (শিবচর) আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছিল, কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে তা স্থগিত করা হয়। মনোনয়ন সম্পূর্ণই দলের বিষয়। দল চাইলে স্থগিত করা প্রার্থীকেও বা অন্য কাউকেও মনোনয়ন দিতে পারে। আমি দলের প্রতিটি কর্মসূচিতে সামনে থেকে কাজ করেছি এবং সব সময় দলের পাশে ছিলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র শিবচর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান, শিবচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মহিন বেপারী, উপজেলা যুবদল নেতা মোঃ রুবেল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবীব দেওয়ান, কাঁঠালবাড়ী ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী খোকন মাদবর, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদল নেতা হিমেল, উপজেলা বিএনপি নেতা আনোয়ার বেপারী, নোয়াব বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী।