আব্দুল্লাহ আল মামুন
নওগাঁর নিয়ামতপুরে উপজেলার তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মমতা (১১) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
আজ ৯ই নভেম্বর (রবিবার) দুপুরে নিয়ামতপুর থানা ও উপজেলা গেটের সামনে মানববন্ধন পালিত হয়। এলাকার বিভিন্ন স্কুল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন-মমতার বাবা মিনহাজুল ইসলাম, মাতা আশা বেগম, সাবেক সদস্য ইউপি পারুল বেগম,চাচা আক্তার হোসেন প্রমুখ। এ সময় ঘণ্টাব্যাপী প্রায় দুই কিলোমিটারের দীর্ঘ মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রসঙ্গত, গত ৪ সেন্টেম্বর বৃহপ্রতিবার সকাল ১০ টা থেকে এখনো নিখোঁজ রয়েছে শিশু মমতা। ২ দিন পর পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিয়ামতপুর থানার অফিসার্স ইনচার্জ হাবিবুর রহমান বলেন, মামলা টি অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবং এজাহার ভুক্ত চার জন আসামি কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।