কারিগরি শিক্ষার্থীরা তাঁদের ছয় দফা দাবি পূরণে চলমান আন্দোলন গতকাল মঙ্গলবার সাময়িক স্থগিতের ঘোষণা দিলেও আজ বুধবার তা প্রত্যাহার করে নিয়েছেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) প্রেস রিলিজে উল্লেখিত চলমান আন্দোলন সাময়িক স্থগিতের নির্দেশ সব সাধারণ শিক্ষার্থীর সম্মতিক্রমে প্রত্যাহার করা হলো। পরবর্তী নির্দেশনা ও কর্মসূচি কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার জানানো হবে।
কারিগরি ছাত্র আন্দোলন গতকাল সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সচিবালয়ে এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ছয় দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ও রূপরেখা প্রণয়নে তিন সপ্তাহ সময় চেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। এসব দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কারিগরি শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছিলেন। এর ফলে জনদুর্ভোগ তৈরি হয়।
মন্তব্য করুন