আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় পাঁচবিবি উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। তিনি বলেন, “দেশের রাজনৈতিক সংকট নিরসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। নেতাকর্মীদের এখন থেকেই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনে মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, “জনগণের দুঃখ-কষ্টের কথা তুলে ধরতে এবং ইসলামপন্থী শক্তিকে প্রতিষ্ঠা করতে নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে হবে। সাংগঠনিক শক্তিকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে হবে।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। তিনি বলেন, “উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে হবে। প্রতিটি ইউনিটে সক্রিয় টিম গঠন করে দায়িত্বশীলদের নেতৃত্বে নির্বাচনী কাজকে আরও ফলপ্রসূ করতে হবে। কর্মীদের প্রস্তুত রাখতে হবে সর্বাত্মকভাবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসে শুরার সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিমসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রতিটি এলাকায় নির্বাচনী কর্মকাণ্ডকে বেগবান ও সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। নেতৃবৃন্দ ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের নেতা-কর্মীদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন