হাসিবুল
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দরের ভারতীয় মালামাল (শীসা) সহ WB785576 ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক করেছে বিজিবি। জানা যায় বন্দরের দায়িত্বে নিয়োজিত ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোঃ আজহারুল ইসলাম এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/১ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল শীসা সাদৃশ্য বস্তুুসহ WB785576 ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক করা হয়। আটককৃত ড্রাইভারের নাম সমির পাল,
পিতা গৌরাঙ্গ পাল,
আটককৃত দ্রব্য সামগ্রীর সিজার করা হয়েছে বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর সহকারী কাস্টমস কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদ।
আটককৃত মালামালের পরিমান ও সিজার মূল্য,
(ক) শীসা সাদৃশ্য বস্তুু ২৭২ কেজি × ৪০০= ১,০৮,৮০০ টাকা।
(খ) বাংলাদেশী OSIKIN 80 ট্যাবলেট ১৫০০ পিস × ৪২৫= ৬,৩৭,০০০ টাকা।
(গ) বাংলাদেশী OSIMERT 80 ট্যাবলেট ১৫০০ পিস × ৩৩৩= ৪,৯৯,৫০০ টাকা।
(ঘ) ভারতীয় টাটা ট্রাক (WB785576) ইঞ্জিন নাম্বার (19178) চেসিস নম্বর (61987) ১ টি × ২৫,০০,০০০ = ২৫,০০,০০০ টাকা৷
আটককৃত দ্রব্য সামগ্রী সর্বমোট সিজার মূল্যঃ ৩৭,৪৫,৮০০ টাকা।