অনলাইনে সম্প্রতি এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যেগুলোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর কথিত প্রেমিকা সাবেক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার বহুদিনের ‘গোপন’ সন্তানের ছবি বলে দাবি করা হচ্ছে।
নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক খবরে বলা হয়, ভিসিএইচকে-ওজিপিইউ নামের একটি রুশ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ১০ বছর বয়সী ইভান ভ্লাদিমিরোভিচ পুতিন নামের ওই শিশুর ছবি ফাঁস হয়েছে।
ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে, শিশুটি ক্যামেরার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। তাঁর পরনে ঐতিহ্যবাহী রুশ কসাক পোশাক। এর কলার ও সামনের অংশে সূক্ষ্ম কারুকাজ করা।
ভিসিএইচকে-ওজিপিইউ নামের টেলিগ্রাম চ্যানেলটি ইভানকে ‘রাশিয়ার সবচেয়ে একাকী শিশু’ হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য শিশুর সঙ্গে তার খুব একটা যোগাযোগ নেই। মূলত নিরাপত্তারক্ষী, গৃহশিক্ষক ও সরকারি কর্মকর্তারা তার সারা দিনের সঙ্গী ।অন্য একটি ছবিতে ইভানকে তার কথিত মা আলিনা কাবায়েভার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাবেক জিমন্যাস্ট কাবায়েভা একসময় অলিম্পিক আসরে রাশিয়ার হয়ে সোনা জিতেছিলেন। তাঁর ও পুতিনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে।
ধারণা করা হয়, ৭২ বছর বয়সী ভ্লাদিমির পুতিন এবং ৪১ বছর বয়সী আলিনা কাবায়েভা জুটির চারটি সন্তান আছে। এর মধ্যে দুই ছেলের নাম ইভান পুতিন ও ভ্লাদিমির পুতিন জুনিয়র। ডসিয়ার সেন্টার নামের একটি অনুসন্ধানী সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে দ্য মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে।
ওই সব প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সুইজারল্যান্ডের লুগানো শহরের একটি মাতৃসদন ক্লিনিকে ইভান পুতিনের জন্ম হয়।
ডসিয়ার সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ইভান ডিজনির কার্টুন ও সিনেমার প্রতি এতটাই আকৃষ্ট যে, সে প্রিয় চরিত্রদের মতো করে পোশাক পর্যন্ত পরে। তাঁর এই অভ্যাসটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুবই অপছন্দ।
মন্তব্য করুন