রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

অনলাইনে সম্প্রতি এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যেগুলোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর কথিত প্রেমিকা সাবেক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার বহুদিনের ‘গোপন’ সন্তানের ছবি বলে দাবি করা হচ্ছে।

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক খবরে বলা হয়, ভিসিএইচকে-ওজিপিইউ নামের একটি রুশ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ১০ বছর বয়সী ইভান ভ্লাদিমিরোভিচ পুতিন নামের ওই শিশুর ছবি ফাঁস হয়েছে।

ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে, শিশুটি ক্যামেরার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। তাঁর পরনে ঐতিহ্যবাহী রুশ কসাক পোশাক। এর কলার ও সামনের অংশে সূক্ষ্ম কারুকাজ করা।

ভিসিএইচকে-ওজিপিইউ নামের টেলিগ্রাম চ্যানেলটি ইভানকে ‘রাশিয়ার সবচেয়ে একাকী শিশু’ হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য শিশুর সঙ্গে তার খুব একটা যোগাযোগ নেই। মূলত নিরাপত্তারক্ষী, গৃহশিক্ষক ও সরকারি কর্মকর্তারা তার সারা দিনের সঙ্গী ।অন্য একটি ছবিতে ইভানকে তার কথিত মা আলিনা কাবায়েভার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাবেক জিমন্যাস্ট কাবায়েভা একসময় অলিম্পিক আসরে রাশিয়ার হয়ে সোনা জিতেছিলেন। তাঁর ও পুতিনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে।

ধারণা করা হয়, ৭২ বছর বয়সী ভ্লাদিমির পুতিন এবং ৪১ বছর বয়সী আলিনা কাবায়েভা জুটির চারটি সন্তান আছে। এর মধ্যে দুই ছেলের নাম ইভান পুতিন ও ভ্লাদিমির পুতিন জুনিয়র। ডসিয়ার সেন্টার নামের একটি অনুসন্ধানী সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে দ্য মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে।

ওই সব প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সুইজারল্যান্ডের লুগানো শহরের একটি মাতৃসদন ক্লিনিকে ইভান পুতিনের জন্ম হয়।

ডসিয়ার সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ইভান ডিজনির কার্টুন ও সিনেমার প্রতি এতটাই আকৃষ্ট যে, সে প্রিয় চরিত্রদের মতো করে পোশাক পর্যন্ত পরে। তাঁর এই অভ্যাসটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুবই অপছন্দ।

সাবেক জিমন্যাস্ট আলিনা কাবায়েভা
সাবেক জিমন্যাস্ট আলিনা কাবায়েভা
ফাইল ছবি: এএফপি

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইভান দারুণ হকি খেলোয়াড়ও।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আলিনা কাবায়েভা শুরুতে দুই কন্যাসন্তানের জন্ম দেন। এরপর যখন ইভান জন্ম নেয়, তখন পুতিন এতটাই আনন্দিত হন যে চিৎকার করে বলে ওঠেন—‘কী দারুণ! অবশেষে! একটা ছেলে হলো!’

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৯ সালের বসন্তে মস্কো শহরে ভ্লাদিমির পুতিন জুনিয়রের জন্ম হয়।

দুই ছেলেই অত্যন্ত বিলাসবহুল পরিবেশে অন্যদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটায়। তারা শুধু বেতনভুক্ত শিক্ষক, পরিচারিকা ও নিরাপত্তাকর্মীদের সান্নিধ্যে থাকে। সাঁজোয়া ট্রেন, ব্যক্তিগত বিমান ও বিলাসবহুল ইয়টে করে অত্যন্ত গোপনে ভ্রমণ করে তারা।

পেজ সিক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পরপরই পুতিন তাঁর পুরো পরিবারকে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিয়েছিলেন।একটি সূত্র বলেছে, পুতিনের সঙ্গে আলিনার দুটি ছেলে ও যমজ কন্যাসন্তান আছে। তারা সবাই সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছে।

একটি বেনামি রুশ টেলিগ্রাম চ্যানেলের দাবি অনুযায়ী, আলিনা কাবায়েভা এখনো অন্তঃসত্ত্বা। তিনি আরেকটি কন্যাসন্তানের মা হতে যাচ্ছেন।

কাবায়েভা এক সময় ‘রাশিয়ার সবচেয়ে নমনীয় নারী’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০০০ সালে সিডনি অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকে ব্রোঞ্জপদক এবং ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন।

ডসিয়ার সেন্টারের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, কাবায়েভা ও পুতিনের মধ্যকার কথিত প্রেমের সম্পর্ক শুরু হয় ২০০৮ সালে। যদিও তাঁরা এই সম্পর্কের কথা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি।

প্রথম স্ত্রী ও সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট লুদমিলা ওচেরেতনায়ার সঙ্গে পুতিনের দুটি ‘স্বীকৃত’ কন্যাসন্তান রয়েছে। তাঁদের নাম মারিয়া (৩৭) ও কাতেরিনা (৩৫)। তবে তাঁরাও খুব একটা প্রকাশ্যে আসেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

1

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

2

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

3

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

4

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

5

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

6

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

7

সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা: জি এম কাদের

8

সয়াবিন ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দ

9

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

10

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

11

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

12

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

13

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

14

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

15

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

18

সিনেমার নোংরা পলিটিকস আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে: আমি

19

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

20