আরিফুল ইসলাম
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন এর, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ডাক্তার ও ঔষধ সংকট সমাধানের দাবিতে মানব বন্ধন করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, বেদকাশি ইয়ং ব্রাদার্স ক্লাব
মানব বন্ধনে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র নিয়মিত ডাক্তার থাকার কথা থাকলেও বাস্তবে ডাক্তারের দেখা মেলে খুবই কম, সপ্তাহে ৬ দিনে ২ দিনও নিয়মিত ডাক্তারের দেখা পান না সেবা গ্রহীতরা, স্থানিয়রা জানান স্বাস্থ্য কমপ্লেক্স টিতে মহিলাদের জন্য নরমল ডেলিভারির কথা থাকলেও হাসপাতালটির ৫-৭ বছর বয়সে একটিও ডেলিভারি কার্য্যক্রম চোখে পড়েনি এলাকাবাসীর, প্রথমিক টিটমেন্ট দিতে ও ব্যার্থ প্রতিষ্ঠান টি এলাকার বয়ষ্ক মানুষ ও ঔষধ না পেয়ে নিরুপায় হয়ে ফিরে যায়
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০ কিলোমিটার দুরে হওয়ায় এবং জেলা শহর (খুলনা) ১০৫ কিলোমিটার দুরে হওয়ায় চিকিৎসা সেবায় চরম দূর্ভোগে পড়তে হয় গ্রামের অধিকাংশ খেটে খাওয়া মানুষের, সেবা পেতে হিমসিম খেতে হয় এলাকাবাসির
এলাকাবাসি জানান এলাকায় ভালো কোনো হসপিটাল ও ডাক্তার না থাকায় চিকিৎসার অভাবে দিন দিন গর্ভবতি মা ও শিশু মৃত্যুর হার বেড়ে চলেছে।
এলাকাবাসির দাবী
হাসপাতাল টিতে প্রতিদিন নিয়মিত কমপক্ষে এক জন ডাক্তার ও সপ্তাহে একদিন গাইনি ডাক্তারের বিশেষ প্রয়োজন,এবং হাসপাতাল টি জনবহুল এলাকায় হওয়ায় পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করার জন্য সিভিল সার্জন বরাবর দাবী জানান এলাকাবাসি।