"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি'' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও যুব উন্নয়নের ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন অফিসার
মো.মোফাজ্জল হক এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মারুফ হোসেন, বিআরডিবি কর্মকর্তা হামীম রানা, সাংবাদিক খাইরুল ইসলাম ফকির ও তপন চন্দ্র সরকার প্রমুখ।
এসময় বক্তারা যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং উদ্যোক্তা তৈরিতে সরকারি নানা কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব উন্নয়নের ঋণের চেক বিতরণ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবক- যুবতীরা উপস্থিত ছিলেন