আব্দুল আলিম
পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১টা ২০ মিনিটে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল লতিফ ও সঙ্গীয় ফোর্সসহ পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে মাওলানা মোহাম্মদ লুৎফর রহমানের “আইন আজিম ট্রেডার্স” স্টেশনারি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন।
মোঃ মনিরুল ইসলাম মনির (৪২), পিতা – মোঃ আঃ মালেক ওরফে রতন, মাতা – মোমেনা, ঠিকানা – দক্ষিণ রামচন্দ্রপুর (সুইপার কলোনির পিছনে), থানা – পাবনা সদর, জেলা – পাবনা।ডিবি সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ডিবি পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।