মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও রাখাইনের রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী এবং জান্তার ত্রিমূখী লড়াইয়ের প্রভাবে কক্সবাজারের টেকনাফ সীমান্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এবার টেকনাফ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফ (২৮) নামে এক মৎস্য শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ সোমবার সকাল ১০টা নাগাদ হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের লম্বা বিল এলাকার বাসিন্দার ফজল করিমের ছেলে। তিনি স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের ঘেরে কাজ করতেন।
আহতের ভাই মো. আমিন ‘বার্তা বাজার’কে জানান, বাংলাদেশ-মিয়ানমার উনছিপ্রাং সীমান্ত সংলগ্ন আমিনের দ্বীপ এলাকায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের বাসিন্দা হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে স্থানীয় বিএনপি নেতা জুনাইয়েদ আলী সীমান্তরক্ষী বাহীনীর উপর দায় চাপিয়ে বলেন, বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী মাইন পুঁতে যাচ্ছে, সেই মাইনে স্থানীয়রা আহত হচ্ছে। এটার দায়ভার বিজিবিকেই নিতে হবে।
প্রসঙ্গত, গতকাল রোববার মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে হোয়াইক্যং এলাকার ১২ বছরে শিশু আফনান গুলিবিদ্ধ হয়ে চমেক হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য করুন