মোঃ জাহাঙ্গীর হোসেন
সাতক্ষীরা (২০ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর অর্থায়নে ওয়ার্ল্ড ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) SMART প্রকল্পের আওতায় কর্ম এলাকার স্টাফদের নিয়ে একদিনব্যাপী স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সাসের স্টার সেন্টার, তালা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্ট, রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম), প্রকল্প ফোকাল পারসনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।
দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল SMART প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, এবং প্রযুক্তিগত বিষয়সমূহ সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও ধারণা বৃদ্ধি করা। বিশেষ করে মাছ চাষে Resource Efficient and Cleaner Production (RECP) অনুশীলন সম্পর্কিত ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।
প্রোগ্রামে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য,কর্ম এলাকা, উপকারভোগী ও সংখ্যা
ঋণ প্যাকেজ, ঋণ বিতরণের পূর্ব ও পরবর্তী কার্যক্রম
RECP ধারণা ও প্রতিশ্রুতি ফর্ম,তুলনামূলক আলোচনা: মাছ চাষে RECP কেন প্রয়োজন,Kobo Screening, RECP Baseline Screening এবং ME প্রোফাইল বিভিন্ন স্ট্যান্ডার্ড ও বেসিক উপকরণ উপকারভোগীদের প্রশিক্ষণ কার্যক্রম ইত্যাদি।
প্রোগ্রামটি উদ্বোধন করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।
সেশনগুলো পরিচালনা করেন প্রকল্পের ফোকাল পারসন খান মো. শাহ আলম, সহায়তা করেন বি.এম. হাবিবুর রহমান (এমআইএস এন্ড ডকুমেন্টেশন অফিসার)।
ওরিয়েন্টেশন আয়োজনে সহায়তা করেন—
মো. সাইদুর রহমান (অ্যাকাউন্টেন্ট ও ফাইন্যান্স অফিসার),
ফিরোজা আফরিন (টেকনিক্যাল অফিসার, ফিশারিজ) এবং
মো. ইসমাই আজম বাধন (এনভায়রনমেন্ট ও RECP অফিসার)।
প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারীরা SMART প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করেন এবং মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন ও অরিয়েন্টেশন শেষে কর্মকর্তাদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।