ঘাটাইল সাগরদিঘীতে ৩১ দফা বাস্তবায়নে ১১টি পথসভা ও গণসংযোগ করলেন ওবায়দুল হক নাসির
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১টি পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। রবিবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওয়ার্ডে ওয়ার্ডে তিনি এই পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, দেশের মানুষকে বাঁচাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। বর্তমান সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং দেশকে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পথসভা ও গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষ বিএনপির এই কর্মসূচিকে স্বাগত জানায় এবং ওবায়দুল হক নাসিরকে বিভিন্ন দাবি ও সমস্যার কথা জানান।
শেষে তিনি সকলকে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে বিএনপির চলমান কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।
মন্তব্য করুন