আকাশ হোসেন
বগুড়া জেলা বিএনপির অঙ্গসংগঠনে সুসংগঠিত নারী নেতৃত্ব গঠনে যাঁরা সামনে থেকে ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে অন্যতম মোছাঃ নিহার সুলতানা তিথি। তিনি বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা মহিলা দলের দুইবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, এবং বগুড়া সরকারি মজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি মাঠে থেকে সংগঠনের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছেন। দলের দুঃসময়ে সাহসী ভূমিকা, ত্যাগ ও নিষ্ঠার কারণে তৃণমূলের নারী কর্মীদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। রাজনৈতিক কর্মীরা বলেন, তিথি আপা শুধু নেত্রী নন, তিনি একজন পথপ্রদর্শক—যিনি নারীদের রাজনীতিতে এগিয়ে আসতে উৎসাহ দেন এবং তাঁদের পাশে থেকে নেতৃত্বের অনুপ্রেরণা জোগান।
তৃণমূল পর্যায়ের বহু নেত্রী ও কর্মী মনে করেন, আগামী দিনে বগুড়া জেলা মহিলা দলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে মোছাঃ নিহার সুলতানা তিথি-র মতো অভিজ্ঞ ও ত্যাগী নেত্রীকে সভানেত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে।
অন্যদিকে, বিএনপি'র তৃণমূল নেতা-কর্মীরাও আশা প্রকাশ করেছেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মোছাঃ নিহার সুলতানা তিথিকে প্রার্থী হিসেবে দেখতে চান। তাঁদের বিশ্বাস, তিনি দলের নীতি-আদর্শ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সক্ষম হবেন।
দীর্ঘদিন ধরে বগুড়ার রাজনীতিতে সৎ, দক্ষ ও কর্মঠ নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন মোছাঃ নিহার সুলতানা তিথি। তাঁর নেতৃত্বে তৃণমূলের নারীরা রাজনীতিতে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন।