আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু
মেঘ করে যায় খেলা,
অঝোর ধারায় বৃষ্টি নামে
কাটে দিন-রাত বেলা।
নদী-নালা ডুবে যায় বিল
পানিতে সব থৈ থৈ,
উজান পথে ধেয়ে চলে
টেংরা পুঁটি আর কৈ।
বৃষ্টি ভেঁজা শালিকের ঝাঁক
কিচিরমিচির ডাকে,
কদম ফুলের সবুজ শাখায়
স্বপ্ন ছবি আঁকে।
পদ্ম,শাপলা,কলমি,কেয়া
শ্রাবণ জলে ভাসে,
পূর্ণিমা রাত দোল খেলে যায়
মুক্তা ঝিলিক হাসে।
কলার ভেলা ডিঙি নৌকা
পারাপারের ঘাটে,
আমন ধানের বীজ রোপনে
ব্যস্ত কৃষক মাঠে।