পাবনার সুজানগর উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংঘর্ষের ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সুজানগর পৌর বাজার এলাকায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শমসের আলী (৩২) কে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সবুজ হোসেন (৩০) সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির উপজেলা ইউনিটের নেতৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দলীয় কর্মকাণ্ড নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। এতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।
সংঘর্ষ চলাকালীন বাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যায়।
এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা বিএনপির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বের সংকটের বহিঃপ্রকাশ।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি তবে প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন