জাকারিয়া মিঞা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ নভেম্বর, রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে, ইফাদ ও রাইমস এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ বিষয়ে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের পরিচালক, এমআইএম ও সমন্বয়ক নেতাই দে সরকার। প্রশিক্ষক হিসেবে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জেসিকা গোমেজ।
এমসয় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মওদুদ হাসান, শিমুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমানসহ অনেকে।
এ প্রশিক্ষণ কর্মশালায় প্রভাতী প্রকল্প- ডিডিএম কম্পোনেন্ট স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।