শংকর দাস পবন (স্টাফ রিপোর্টা ) ঝালকাঠি
দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর ( স্টাফ রিপোর্টার) আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন ঝালকাঠির সাংবাদিক, রাজনীতিবিদ,সংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ।
এ সময় তুহিন হত্যাকারিদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত চেয়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি দুলাল সাহা,দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউর হাসান পলাশ, সমাজ সেবাক আনোয়ার হোসেন আনু, কবিতা চক্রের ঝালকাঠি সভাপতি আল আমিন বাকলাই, জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রতিদিনের কাগজ ঝালকাঠি জেলা প্রতিনিধি শংকর দাস পবন,সমিরন হালদার, অমরেশ রায় চৌধুরী, মহিলা দলের নেতা লাভরি আক্তার, জহিরুল ইসলাম জলিল সহ আরও অনেকে। বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনের হত্যাকারি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখা অফিসে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। মুনাজাত পরিচালনা করেন আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মো: রুবেল খান।