আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ ( কাজিপুর + আংশিক সদর ) আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে কাজিপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি জননন্দিত জনপ্রিয় জননেতা সেলিম রেজার হাতে ধানের শীষ দেখতে চান বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা।
তাদের দাবী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেক চ্যালেঞ্জিং, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে,এই আসনে সেলিম রেজার কোন বিকল্প নেই। তিনি কাজিপুর উপজেলাকে শক্তিশালী ও সুদৃঢ় করেছেন,তা জনগনের কাছে দৃশ্যমান।ক্লিন ইমেজের নেতা হিসেবে সর্বমহলের মানুষের কাছে তিনি তার গ্রহণযোগ্যতা দিয়ে ভোটের মাঠেও গড়ে তুলেছেন শক্ত অবস্থান। অপরদিকে দলের দুর্দিনে কারাবন্দী নেতাকর্মীদের পাশে থাকায় ও অবৈধ হাসিনা সরকার পতন আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় তিনি নেতাকর্মীদেরও মনের মনিকোঠায় স্থান দখল করে আছেন।
তৃণমূলের নেতারা জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার গঠন করতে হলে নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং তিনটি শর্তে প্রার্থী চুড়ান্ত হবে। বিপুল টাকার মালিক এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সখ্য আছে, কিন্তু জনবিচ্ছিন্নসহ সর্বমহলে গ্রহন যোগ্যতা নেই,এমন প্রার্থী মনোনয়ন পাবেন না। প্রার্থী নির্বাচন করতে সমাজে যাদের ক্লিন ইমেজ,রাজনৈতিক ঐতিহ্য, সংগঠনের জন্যে কতটুকু ত্যাগ, সাংগঠনিক দক্ষতা,দলীয় নেতাকর্মীদের দুর্দিনে অবদান রাখাসহ দলের আদর্শের প্রতি কতখানি অনুগত রয়েছে, এসব খতিয়ে দেখে প্রার্থী বাছাইয়ে এবার তারেক রহমান এর ঘোষণা বিশেষভাবে ভুমিকা পালন করবে। তবে মনোনয়ন চুড়ান্তের ক্ষেত্রে তারেক রহমান ঘোষিত যে যোগ্যতার কথা বলা হয়েছে সে সকল যোগ্যতার সবকয়টিই সেলিম রেজার রয়েছে। ফলে এসব বিবেচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর তৃণমূল নেতাদের সে আস্থা রয়েছে। তাদের মতে, তারেক রহমান সুদুর লন্ডনের মাটিতে বসেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবসময় খোঁজ-খবর রাখেন। সুতরাং যোগ্যতা-অযোগ্যতার বিষয়টি তিনি ভালোভাবেই ওয়াকিবহাল। তাই তার পছন্দের প্রতি তৃণমূল নেতাদের আপত্তি থাকবে না বলে জানিয়েছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে তিন শর্তে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই তিন শর্তেই তিনিই দলীয় মনোনয়ন পাবেন এমনটাই প্রত্যাশা তাদের।
স্থানীয় নেতারা বলেন, এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির তৃণমূলসহ সর্বমহলে গ্রহনযোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দিতে হবে, সেই বিবেচনায় সাবেক সফল সভাপতির উপরই আস্থা রাখছে তৃণমূল বিএনপিসহ এলাকার সাধারণ মানুষ। বিএনপির সুদিন-দুর্দিনের কান্ডারী সেলিম রেজা ঈর্শ্বনীয় জনপ্রিয়তায় এখনো কোন ভাটা পড়েনি। তিনি পুর্বাপর জনপ্রিয়তার শীর্ষেই অবস্থান করছেন। কাজিপুরের মানুষের অতি আপনজন হিসেবে তিনি যেন তাদের এক আত্মার পরম আত্মীয়। সর্বজন গ্রহনযোগ্য ও জনপ্রিয় এ জননেতা তার নির্বাচনী এলাকার মানুষকে কারপুর্ণহীন ভালোবাসা দিয়ে আপন করে কাছে আগলে রাখায় তিনি তাদের হৃদয়ে এখনো নিজেকে ঠাঁই করে আছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হিসাবে তৃনমুলের নেতৃত্ব দেবেন বলে সকলের প্রত্যাশা।
মন্তব্য করুন