ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত নিহত শিক্ষার্থীদের জন্য আজ ২২ শে জুলাই রোজ মঙ্গলবার বাদ আসর মানিকগঞ্জ জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা এ সার্বিক সহযোগিতায় মানিকগঞ্জ জেলা বিএনপির অঙ্গসংগঠনের অংশগ্রহণে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য নুরতাজ আলম খান বাহার, জয়নাল আবেদীন কায়সার ও রফিক উদ্দিন ভূঁইয়া হাবু প্রমুখ। দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফেরাত আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।