সাব্বির বিশ্বাস।।
২০শে জুলাই রোজ রোববার রাজধানীর শেরে বাংলা নগরে এক কর্মসূচিতে যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগেও বলেছি এখন ও বলছি নির্বাচন হবেই। নির্বাচনে কে দ্বায়িত্ব পাবে সেটা সেটা পরের কথা
এর আগে গত ১৯ শে জুলাই রোজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন দেরিতে হওয়ার কারনে দেশের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এ অবস্থায় দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুসকে।
২০ শে জুলাই রোজ রোববার শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঈনে গনঅভ্যুত্থান-২০২৪ জাতীয় ওক্য ও গনতান্ত্রিক অভিযাএা, সবুজপল্লবে সৃম্তিও আম্লান,শীর্ষক কর্মসূচির আয়োজন করে কৃষকদলও আমরা বিএনপি পরিবারবর্গ। এসময় প্রতেক শহীদের নামে মাজার প্রাঙ্গণে নিম গাছ লাগানো হয়।
এ কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে কোনদিন খমা করা যাবে না। তিনি মানব জাতির কলন্ক।তার কোন খমা এদেশের মাটিতে হবে ন বিচার হবেই।১৯ শে জুলাই শনিবার একটি অনুষ্ঠানে একটি শহীদের এক অসহায় মায়ের আহাজারি তুলে ধরেন তিনি এবং বলেন একটি ছেলেকে গুলি করে মেরেছে বেচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আর কয়েকটি লাশ ভ্যামে তুলে আগুন জ্বালিয়ে দেয়।
পুলিশ ও প্রশাসন জনগণের নিরাপত্তার দায়িত্বে কাজ করে তাদের বেতন আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকায় হয়।তারা নিরিহ সাধারণ জনগনকে পুরিয়ে হত্যা করে কি নির্মম পাশনিক গনহত্যা চালাম।
এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য কখনো শেখ হাসিনাকে খমা করা যাবে না উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা।আর দ্বিতীয় কাজ হলো শহীদ পরিবারকে পুনর্বাসনের ব্যবস্হা করা। এমনকি যারা আহত হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া। এটা না হলে ভবিষ্যতে জাতি এবং দেশ আমাদেরকে খমা করবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বলেন,জুলাই আন্দোলনে আহত ও শহীদের পরিবারের জন্য আর্থিক তহবিল গঠন করবে বিএনপি।
মন্তব্য করুন