গতো ১৭/০৬/২০২৫ ইং দিবাগত রাত ২:৩০ মিনিটে লালমোহনের ধলীগৌর নগর ইউনিয়নের (দালাল বাজারে) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা শাখার দায়িত্বশীলরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন
Bangladesh Jamaat-e-Islami লালমোহন উপজেলার সম্মানিত আমীর মুহাদ্দিস Abdul Haque সাহবে এবং উপজেলা নেতৃবৃন্দ দায়িত্বশীল ও পৌরসভার আমির Md Niaj Mahmud সহ পৌরসভার দায়িত্বশীল এবং ধলীগৌর নগর ইউনিয়ন এর আমির Noman Hossain ভাই সহ আরো উপস্থিত ছিলেন জামায়াতের দায়িত্বশীল ভাইয়েরা।
জামায়াতের নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সান্ত্বনা জানান। পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন এবং জামায়াতের পক্ষ থেকে মানবিক সহায়তার প্রস্তুতির কথা জানান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “মানবতার কল্যাণে আমরা সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।”
মন্তব্য করুন