এমডি রাতুল হাসান লিমন
পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেফতারের প্রায় ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান।
রোববার (৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জের একটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাহদী হাসানকে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার জুলাই আন্দোলনে সক্রিয় শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনামুল হককে গ্রেফতারের পর তাকে মুক্ত করার দাবিতে পরদিন শায়েস্তাগঞ্জ থানায় যান মাহদী হাসান। সেখানে ওসির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি অতীতের একটি সহিংস ঘটনার প্রসঙ্গ তোলেন বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মাহদী হাসান ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে ব্যাখ্যা করেন। এ ঘটনার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
মামলার শুনানি শেষে আদালতের জামিন আদেশে আপাতত মুক্তি পেলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ছাত্র সংগঠন অঙ্গনে আলোচনা চলছে।
মন্তব্য করুন