মোঃ সোহেল রানা
একটি গোডাউন থেকে ২৬ টন অবৈধ পলিথিন জব্দ ও পলিথিন কারবারীরদের দুই লক্ষ টাকা জরিমানা ও জেল সিপিএসসি বগুড়া, র্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ ও রশিদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া এর নেতৃত্বে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিকদলসহ বগুড়া শহরের কালীতলা এলাকায় একটি নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫।
(সংশোধিত-২০১০) এর ৬(ক) এবং ১৫(১) ধারা ভঙ্গের অপরাধে ২,০০০০০/- টাকা অর্থদন্ড সহ অভিযুক্তগণ হলেন, মোঃ হেলালুজ্জামান (৪৫), পিতা মৃতঃ দুদু মন্ডল, সাং আটাপাড়া, এর ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড (অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড), মোঃ রফিকুল ইসলাম (৪০) পিতা মৃতঃ জাবেদ আলী, সাং নাটাই পূর্ব পাড়া, এর ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ জাকারিয়া (২২) পিতা মোঃ বাদল, সাং গোকুল এর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত অভিযানের সময় ২৬,০০০ কেজি পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫২,০০০০০/- টাকা।
মন্তব্য করুন