বড়াইগ্রাম প্রতিনিধি।।
নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের দুই শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, কিছু অসাধু ব্যক্তি জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে চায়না দুয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ওই বিলে অভিযান চালানো হয়।
সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
অভিযানের সময় কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাছ শিকারিরা জালগুলো ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই শতাধিক জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো সেখানেই জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য কর্মকর্তা জানান, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।