শাহ মো মুশফিকুর রহমান।।
গাইবান্ধার বালাসীঘাট-রসুলপুরের ব্রহ্মপুত্র নদীতীরের একঝাঁক নারী প্রতিমাসে একটি ছোট অথচ শক্তিশালী উদ্যোগে অংশ নেন—এক মুষ্টি করে চাল জমিয়ে তৈরি করছেন কমিউনিটি ফুড ব্যাংক। এ চাল তাঁদের কাছে শুধু খাদ্য নয়, বরং একটি আস্থা, একে অপরের পাশে থাকার প্রতীক।
কারও পরিবারে হঠাৎ অভাব দেখা দিলে, কারও শিশুর জ্বরের কারণে রান্না বন্ধ হলে—এই জমিয়ে রাখা চালই হয়ে ওঠে উদ্ধারকর্তা। প্রয়োজনের সময় এখান থেকেই ধার নিয়ে তাঁরা সামাল দেন দুর্দিন। তারপর আবার ফেরত দেন, যেমনটা পরিবারের সদস্যরাই করে।
এই 'এক মুষ্টি চালের সঞ্চয়' যেন নারীদের হাতে তুলে দিয়েছে অর্থনৈতিক নিরাপত্তা, আত্মবিশ্বাস আর একে অপরকে আগলে রাখার অদ্ভুত এক শক্তি।
মন্তব্য করুন