আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠিত হলো “দায়িত্বশীল সমাবেশ ২০২৫”। বরিশাল জেলা আইনজীবী সমিতির (এন.এল. ভবন) ২য় তলার সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বরিশাল বিভাগের জামায়াত নেতৃবৃন্দ, মনোনীত প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন:
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এছাড়াও উপস্থিত ছিলেন—
ড. শফিকুল ইসলাম মাসুদ,
সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা ও সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আমীর, বরিশাল মহানগরী
বরিশাল বিভাগের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থীগণ, জেলা আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি'সহ সকল ইউনিয়ন সভাপতিবৃন্দ।
সভাপতিত্ব করেন:
অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল
সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সমাবেশে নেতৃবৃন্দ দায়িত্বশীলদেরকে নির্বাচনকে সামনে রেখে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে প্রস্তুত থাকার আহ্বান জানান। ইসলামী আন্দোলনের পথিক হিসেবে সমাজের কল্যাণ, ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনসেবামূলক রাজনৈতিক ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
মন্তব্য করুন