হাবিবুর রহমান সুমন
মাদারীপুরের কালকিনির খাসেরহাটে এক জনসভায় বক্তৃতাকালে স্থানীয় নেতা খোকন তালুকদার বলেন, “১৭ বছর পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবো।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্থানীয় গণমানুষের বিপুল উপস্থিতি ছিল। বক্তারা বলেন, দল-মত নির্বিশেষে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সভা শেষে উপস্থিত জনতা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালানোর শপথ নেন।
মন্তব্য করুন