তা বলেছেন ল্যাঙ্গেভেল্টও, ‘জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য এটা দারুণ দিন। আমার মনে হয়, প্রথম সেশনে বোলাররা বেশি শর্ট বল করেছে। তারা ব্যাটসম্যানদের যথেষ্ট খেলতে দেয়নি। আমি তাদের বলেছি, কয়েক ওভার রান না দিয়ে আঁটসাঁট বল করতে। আমরা নাজমুলকে ফেরাতে পেরেছি, যেটা ওদের বিপর্যয়ের শুরু।’
প্রথম সেশনে স্পিনারদের দিয়ে মাত্র এক ওভার বোলিং করিয়েছে জিম্বাবুয়ে। কিন্তু পরে স্পিনাররাই ফিরিয়ে দিয়েছেন লেজের ব্যাটসম্যানদের। ওয়েলিংটন মাসাকাদজা ৩ ও ওয়েসলি মাধাভেরে নিয়েছেন ২ উইকেট।
দিন শেষে তাঁদেরও কৃতিত্ব দিয়েছেন ল্যাঙ্গেভেল্ট, ‘স্পিনাররা লেজের ব্যাটসম্যানদের ফেরাতে পেরেছে। সুশৃঙ্খল একটা দিন কেটেছে আমাদের। আমরা লম্বা সময় ধরে নিয়মের মধ্যে থেকেছি। আমি বাংলাদেশে কখনো এত দ্রুতগতির উইকেট দেখিনি। তবে এখনো অনেক খেলা বাকি। আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।’