জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ক্রিকেটে বাজেট বাড়ালো পাকিস্তান, চুক্তিতে নিচ্ছে বাড়তি খেলোয়াড়

এম জিশান পারভেজ।।

ক্রিকেটে কাঙ্ক্ষিত উন্নতি নেই। পাকিস্তানের সময়টা খারাপ যাচ্ছে গেল কয়েক বছর ধরেই। চলমান অস্থিতিশীলতা থেকে উত্তরণের উপায় খুঁজছে দেশটি। যার প্রথম পদক্ষেপ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেট বাড়িয়েছে পাকিস্তান। দলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা লম্বা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাড়ায় জাতীয় পুরুষ ও নারী দল, শাহিনস এবং অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সংখ্যা বাড়িয়েছে পিসিবি।
বাজেট অনুযায়ী পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড় সংখ্যা ২৫ থেকে বেড়ে ৩০ জন হয়েছে। যার ফলে ব্যয় ৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৯ মিলিয়ন রুপিতে।

নারী দলের ক্ষেত্রে কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় সংখ্যা ১৬ থেকে বেড়ে হয়েছে ২৪ জন। ব্যয় ১২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭.৮ মিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে। গত বছর ১৬ জন খেলোয়াড়ের জন্য ৬৯ মিলিয়ন রুপি ব্যয় করেছিল পাকিস্তান।
এছাড়া সিনিয়র দল, শাহিনস, অনূর্ধ্ব-১৯ ও জাতীয় নারী দলের আন্তর্জাতিক সিরিজের সংখ্যা ২৩ থেকে বেড়ে ২৬টি হয়েছে। তবে পুরুষ ও নারী দলের ঘরোয়া ইভেন্টের সংখ্যা ২৫ থেকে কমে ১৯ এ নেমে এসেছে।
পুরুষদের ঘরোয়া টুর্নামেন্টের বাজেট ৩৪ শতাংশ কমিয়ে ৪৫০ মিলিয়ন রুপিতে নামিয়ে আনা হয়েছে। আগের বছর এই ব্যয় ছিল ৬৮৪ মিলিয়ন রুপি।ব্যয়বহুল চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টটি বাদ দেওয়া হয়েছে বলেই বাজেট এতটা কমেছে।
নারী ঘরোয়া প্রতিযোগিতার বাজেট ৪ শতাংশ বাড়িয়ে ৩৫.৭ মিলিয়ন থেকে ৩৭.২ মিলিয়ন রুপিতে উন্নীত করা হয়েছে।
পিসিবির কর্মীদের জন্যও রয়েছে সুখবর। কারণ বাজেটে তাদের বেতন বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। কর্মচারী নিয়োগ, বার্ষিক বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধার জন্য মানবসম্পদ বাজেটে ৪৪৪ মিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে। যদিও এই বাড়তি বেতনের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পিসিবি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ক্রিকেট বোর্ড হলেও গত বছর কর্মীদের বেতন বাড়ায়নি এবং অবসরপ্রাপ্ত টেস্ট ক্রিকেটারদের পেনশনেও কোনো বাড়তি সুবিধা দেয়নি।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থের পরিমাণ ধরা হয়েছে মোট ১৮ বিলিয়ন রুপি। বাড়তি বাজেটের সঙ্গে পিসিবির প্রাপ্ত রাজস্ব ও ব্যয়ের হিসাবের সঙ্গে অসামঞ্জস্য রয়েছে বলে কেউ কেউ আয়-ব্যয়ের ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কারণ, ২০২৪-২৫ অর্থবছরে পিসিবির মোট আয় ছিল ২১.৮১ বিলিয়ন রুপি এবং ব্যয় ছিল ২১.৬৩ বিলিয়ন রুপি। কিন্তু ২০২৫-২৬ সালে আয় নেমে এসেছে ১৬.৮৮ বিলিয়নে, যেখানে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬.৮৫ বিলিয়ন রুপি।
তবে পিসিবি মনে করছে, বাজেটে ঘোষিত ১৮ বিলিয়ন রুপি তারা রাজস্ব আহরণের মাধ্যমে তুলতে পারবে। ১১টি উৎস থেকে এই অর্থ আয়ের পরিকল্পনা সংস্থাটির। যেখানে ব্যয়ের খাতে রয়েছে ২৩টি।
পিসিবির প্রধান রাজস্ব উৎস হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে পাওয়া সম্ভাব্য ২৫.৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৭.৭ বিলিয়ন রুপি)।এছাড়া আসন্ন এশিয়া কাপ থেকে ১.১৬ বিলিয়ন রুপি এবং আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে ৭.৭৭২ মিলিয়ন রুপি আয় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর পরবর্তী আসর থেকে ২.৫ বিলিয়ন রুপি রাজস্ব পাওয়ার আশাও প্রকাশ করেছে পিসিবি।
বড় ব্যয়ের তালিকায় গাদ্দাফি স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম করাচি এবং পিন্ডি স্টেডিয়ামের নির্মাণ কাজের জন্য ৬ বিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

1

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

2

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

3

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী দ্বিগুণ

4

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

5

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

6

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

7

পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক

8

সাতক্ষীরার বাজারে উঠেছে দেশীয় প্রজাতির আম

9

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

10

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

11

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

12

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

13

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

14

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

15

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

16

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

17

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

18

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

19

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

20