মোঃ সানোয়ার হোসেন।।
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ভীতি বিরাজ করছে।
এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শুক্রবার (১ আগস্ট) বিকেলে ইদিলপুর গ্রামের নতুন বাজারের পাকা রাস্তার মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা জানান, এলাকায় প্রায় প্রতিদিনই চুরি, ডাকাতি, ছিনতাই এবং নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম ঘটছে। এতে জনজীবনে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা অভিযোগ করে বলেন, অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ দৃশ্যত কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এমনকি ডাকাতদের হুমকির কারণে ভুক্তভোগীরা মামলা করতেও ভয় পাচ্ছেন।
বক্তারা অবিলম্বে ডাকাতদের গ্রেপ্তার, এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
ভুক্তভোগী শিক্ষকের বাড়িতে ডাকাতি
সম্প্রতি ইদিলপুর গ্রামের শিক্ষক মানিক চন্দ্র সরকারের বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনাটি এলাকাবাসীর মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং একটি মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা মামলা না করলে প্রাণনাশের হুমকি দেয়।
পুলিশের বক্তব্যঃ
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ ছাড়াই পুলিশ অভিযান চালাচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য করুন