মোঃ ফরমান উল্লাহ।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাজহারুল হক মুকুলের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার(১লা আগস্ট) বিকাল ৪ ঘটিকায় ছয়সূতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মরহুম মাজহারুল হক মুকুল এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ছয়সূতি ইউনিয়ন নাগরিক সমাজের আহবায়ক, এপিপি, সাংবাদিক ও কলামিষ্ট এডভোকেট মুহাম্মদ শাহ আলম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল মিল্লাত।
বিশেষ অতিথি ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এমএ হান্নান,কুলিয়ারচর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদত হোসেন শাহ আলম,ছয়সূতি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ছালাহ উদ্দিন মোর্শেদ নিজামী বাবুল প্রমুখ।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নাগরিক সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন