মোঃ শরিফুল ইসলাম।।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগন্জ -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা।
তিনি বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের অনেক শিক্ষার্থী নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনাভারাক্রান্ত। সারা জাতি আজ শোক ও স্তব্ধতার আবহে নিমজ্জিত। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ নিহতদের শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফিরদৌস নসিব করুন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।
তিনি আরো বলেন, বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং গুরুতর দগ্ধ ও মুমূর্ষু অবস্থায় যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সঙ্গে এই মর্মান্তিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
মন্তব্য করুন