রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

একসময় নিয়মিত পর্দায় থাকলেও এখন কালেভদ্রে পর্দায় দেখা যায় অভিনেত্রী মেহবুবা মাহনুর চাঁদনীকে। নাচের আয়োজনে নিয়মিত উপস্থিতি থাকলেও অভিনয়ে তাঁকে ভক্তরা পান না। এই নিয়ে প্রায়ই শুনতে হয় কেন অভিনয় থেকে দূরে। অভিনয় থেকে দূরে থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন এই অভিনেত্রী।  

চাঁদনী জানান, তিনি এখনো নিয়মিত অভিনয় করতে চান। কিন্তু যে প্রস্তাব পান সেগুলো বেশির ভাগই তাঁর পছন্দমতো হয় না। ‘একসময় অনেক ভালো গল্পে কাজ করেছি। সেই কাজগুলো দিয়ে দর্শকেরা এখনো চেনেন। আমাদের সেই সময়ে তো ভাইরালের মাপকাঠি ছিল না। এখন তো ফেসবুক। কিন্তু তখনো আমাদের বহু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। এমন অনেক কাজ আমি করেছি। সেই গল্পগুলো আমাকে টেনেছে। কিন্তু এখন শুধু অভিনয় করার জন্য সংখ্যা বাড়ানোর কোনো ইচ্ছা নেই।’ -বলেন চাঁদনী।

অভিনেত্রী চাঁদনী। ছবি: শিল্পীর সৌজন্যে
অভিনেত্রী চাঁদনী। ছবি: শিল্পীর সৌজন্যে

নাটক কিংবা ওটিটি যেকোনো প্রজেক্টের ভালো গল্প পেলে তিনি কাজ করবেন। জানালেন, এখনো সময় পেলে নাটক দেখার চেষ্টা। এটাও শুনেছেন। এখন নাটক শুধুই ভিউকে টার্গেট করে বানানো হয়। চাঁদনী বলেন, ‘সেটা ব্যবসায়িক প্রয়োজনে হতে পারে কিন্তু একজন শিল্পীকে অবশ্যই শৈল্পিক কাজগুলোই করতে হবে। কারণ, কাজের মধ্যে দিয়েই শিল্পী বাঁচে। বলতে পারার মতো কাজ থাকতে হবে। একসময় নিয়মিত ভালো গল্পের কাজ করে এসে এখন যেকোনো কাজে নাম লেখানোটা আমার জন্য কঠিন।’

তবে নাটকে নিয়মিত না হলেও নাচের আয়োজনে নিয়মিত দেখা যায় এই অভিনেত্রী ও নৃত্যশিল্পীকে। সামনে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নানা রকম নাচের প্রস্তুতি নিচ্ছেন। চাঁদনী বলেন, ‘আমি যে কাজটি পারি সেটা দিয়েই প্রতিভার বিকাশ ঘটানোর চেষ্টা করি। এখন নাচ করছি। দর্শক প্রশংসা করছে। এটাও আমি উপভোগ করছি। যখন কেউ অভিনয়ের জন্য ডাকবে, তখন শিডিউল গল্প সবকিছু ব্যাটেবলে মিলে গেলে করব। আমার তো অভিনয়টা জানা। সেই প্রতিভা নতুন করে দর্শকদের জানানোর চেষ্টা করব। শিল্পী হিসেবে আমি আমার কাজ কাজ করে যাচ্ছি।’

এই সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘এখন অভিনয়শিল্পী হিসেবে ভালো প্রস্তাব না এলে আমি কী করতে পারি। আমাকে দিয়ে অভিনয় করাতে চান এমন পরিচালকেরা চাইলে অবশ্যই কাজ করব। এ সময়ের তরুণ পরিচালকদের তো আমি সেভাবে চিনি না। তাঁদেরও আগ্রহ নিয়ে এগিয়ে আসতে হবে।’

প্রায় দুই বছর পরে নাটকে নাম লেখালেন চাঁদনী। নাটকের নাম ‘তুমি আমি ও সে।’ নাটকটি পরিচালনা করেছেন আজিজুল হাকিম। লিখেছেন জিনাত হাকিম। এটি ঈদুল আজহায় প্রচারিত হবে। সবশেষে চাঁদনী বলেন, ‘এখন শিল্পীদের অভিনয়ের সুযোগ অনেক বেশি। ওটিটিতে অনেক ভালো কাজ হচ্ছে। সেখানে দেশের প্রতিভাবান শিল্পীদের সুযোগ দিলে কাজগুলো আরও সমৃদ্ধ হবে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

1

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

2

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

3

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

4

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

5

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

6

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

7

বর্ষাকালে

8

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

9

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

10

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

11

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

12

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

13

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

14

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

15

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

16

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

17

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

18

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

19

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

20