সুমন আহমদ খান
বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (২ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও সাদা পায়রা উড়ানো, কেক কাটা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে “চব্বিশের গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে কৃষিশিক্ষা ও গবেষণায় করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটি–২০২৫ এর সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন এবং সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, “২০০৬ সালের ২ নভেম্বর তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের প্রচেষ্টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হলো কৃষির সার্বিক অগ্রগতি। প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষির মাধ্যমে সিকৃবি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ নেতৃত্ব তৈরি করছে।”
প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “কৃষিকে টেকসই ও লাভজনক করতে হলে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। গবেষণা, প্রযুক্তি ও নীতিনির্ধারণ—এই তিনটি উপাদান সমন্বয় করতে পারলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা রেজিস্ট্রার ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাৎস্যচাষ বিভাগের প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন।
মন্তব্য করুন