মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলায়, মহাসমারোহে মা দূর্গার মহাষ্টমী উৎযাপন করা হয়েছে। ডাসার উপজেলার-শশিকর,নবগ্রাম,চলবল,ডাসার, দর্শনা,খিলগ্রাম পূর্ব মাইজপাড়া, কর্নপাড়া,ধূয়াসার ও বাগমারায় দেবী দূর্গার মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলার-নয়াকান্দি,ঝুরগাও,সাহেবরামপুর,সিটিখান,রমজানপুর,বাশগাড়ী এছাড়া এনায়েতনগরে অমল বাড়ৈর বাড়ীতে মহাসমারোহে দেবী দূর্গার মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের বিখ্যাত ও বড় বাজেটের পূজা অনুষ্ঠিত হয়েছে, অমল বাড়ৈর বাড়ীতে। মাদারীপুর সদর উপজেলায়-পাঠককান্দি মন্দির, প্রনবমঠ,শ্রীশ্রী কালীবাড়ী মন্দির, কুলপুদ্দী মন্দির, বলরামদেব মন্দির, মহাশ্মশান মন্দির,মেথরপট্টি মন্দির ও পুরান বাজার বড় মন্দিরে,দেবী মহামায়ার মহাষ্টী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা শুরু হয় সকাল ৯.০০টায় এবং অঞ্জলি প্রদান করা হয় সকাল ১১টায়।বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। মহা প্রসাদ বিতরণের মাধ্যমে, মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা শেষ করা হয়। শান্তিপূর্ণভাবে, পূজা শেষ করতে পেরে, পূজারী বৃন্দ সন্তোষ প্রকাশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সন্তোষজনক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত
1
চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার
2
ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা
3
‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি
4
মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
5
শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব