মোঃ হাসানুল হক মেহেদী ।।
সড়ক দুর্ঘটনায় আবারো একজন বৃদ্ধ নিহত ।
নিহত ব্যক্তির নাম সঞ্জীব শিকদার ৬৫ ।
ঘটনাস্থল আটঘর কুরিয়ার , পূজার জন্য ফুল তুলতে গিয়েছিল রাস্তার এপর থেকে ওপারে তখন মোটরসাইকেলের সাথে সংঘর্ষ। মোটরসাইকেলের আঘাতে রাস্তায় মাথায় গাড়ি লাগে এবং জাগায় মারা যায়।মোটরসাইকেল চালক জানায় আমি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম হঠাৎ রাস্তার পাশ থেকে লোকটি রাস্তায় চলে আসে। আর আমি লোকটিকে এড়িয়ে বা গাড়ি যে স্লোকরব তার সময় ছিল না কারণ লোকটি হঠাৎ আমার সামনে চলে আসে আমি নিরুপায়।