মোঃ সোহাগ আলী ।।
আজ সোমবার ২৯ শে সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিটের দিকে তাড়াশ উপজেলার কেন্দ্রীয় মন্দির, তাড়াশ ঘোষপাড়া সর্বজনীন দুর্গা মন্দির সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় পূজা মন্ডপের দায়িত্বে থাকা আনসার সদস্য পুলিশ সদস্য ও মন্ডপের দায়িত্বে থাকা সকল সদস্যর সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ক খোঁজ খবর নেন।এ সময় তাড়াশ উপজেলার প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন,তাড়াশ উপজেলায় মোট ৪৭ টি পূজা মন্ডপ রয়েছে এর মধ্য রয়েছে স্থায়ী এবং অস্থায়ী মণ্ডপ তিনি আরো বলেন উপজেলার পক্ষ থেকে যে সরকারি চাউল বরাদ্দ ছিল তা সবাই গত সপ্তাহে পেয়েছে। এছাড়া তাড়াশ পৌরসভার মধ্যে যারা রয়েছে তারা পৌরসভার কিছু অর্থ পেয়েছে। এবং উপজেলার মন্ডপ এ যাওয়ার জন্য কিছু রাস্তা খারাপ থাকায় সেগুলো তাৎক্ষণিক মেরামত করার কথা বলেন। কোন মণ্ডপে যদি কোন সমস্যা হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম করা হয়েছে। প্রতিটা ইউনিয়নে মনিটারিং টিম করা হয়েছে। তিনি আরো বলেন এবারের দুর্গাপূজা অতি আনন্দের সাথে অতিবাহিত করা হবে। এবং কোন মণ্ডপে কোন সমস্যা হলে তা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।