রাজীবুল ইসলাম ।।
নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলা, ঘাগড়া ইউনিয়ন মেঘশিমূল গ্রামের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আল হেলালী বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তার এলাকার মানুষের বাড়ি থেকে বের হওয়ার কিনা রাস্তা প্রতিহিংসাপরায়ণ হয়ে বন্ধ করে রেখেছে। যেটা এলাকাবাসীসহ সকলেই নেক্কারজনক ঘটনা বলছে। এলাকাবাসী বলছে মানুষের সাথে মারামারি বা মাডার হলেও আমরা আজ পযন্ত দেখিনি যে কারো বাড়ি থেকে বের হওয়ার চলাচলের টাকা দিয়ে কিনা রাস্তা এভাবে টিন দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে রাখতে। এই জায়গাটা দিয়ে কিনা ব্যক্তিরা সহ এলাকার লোকজনও যাওয়া আসা করতো।
এই বিষয়ে অভিযোগের সত্যতা জানতে গিয়ে জানা যায় এই এলাকার একজন ব্যক্তি মোঃ শফিকুল মিয়া বলেন যে, এখানে ১ শতাংশ জায়গা হেলালের বড় ভাইয়ের কাছ থেকে ১০ বছর আগে ২৮ হাজার টাকা কিনেছিল আমাদের সামনে। কিন্তু তার ভাই দলিল করে দেয়নি কাগজের সমস্যা ছিল বলে। এই জায়গা তাদের কাছ থেকে কিনা হয়ে এটা এলাকার সবাই জানে বিষয়টা। এই জায়গা তার ভাই বিক্রি করেছে কিন্তু তার ভাই বাড়িতে না থাকায় সে ব্যক্তি আক্রোশে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে রাখছে। সে এলাকার মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। আমরা দেখছি ৫ই আগষ্টের পড় থেকে এই আব্দুল আল হেলালী বিএনপির পরিচয় দিয়ে এবং পূর্বধলার তার গ্রুপের নেতাদের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করেছে। রাস্তার কাজ সঠিকভাবে না করে অনিয়ম করেছে। এলাকায় মানুষের বাড়িতে গিয়ে মহিলাদের উপর হামলা করে মাথায় কুব দিয়ে জখম করেছে। এছাড়া কিছুদিন আগে মোটরসাইকেল চুরি করেছে। মানুষের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে আটকিয়ে রাখছে। হেলাল এসব কর্মকাণ্ড করে আর এলাকায় মানুষের সাথে বলে পূর্বধলাতে তার দলের নেতাদের নাকি অনুমতি আছে সে এসব করলে তাকে কেউ কিছু বলবে না বা কিছু করতে পারবে না। আপনারা আমার বলা কথা গুলো সত্যি না মিথ্যা আপনারা সঠিক তথ্য নিয়ে দেখলেই বুজতে পারবেন এই ঘটনা গুলোর সাথে সে জড়িত কিনা।
এলাকাবাসী এবং এলাকার বিএনপি কর্মীদের বক্তব্য হলো হেলালী কয়েক মাসের মধ্যে এতগুলো ঘটনা ঘটানোর পড়েও উপজেলা বিএনপি দলের নেতৃবৃন্দরা কেন তার বিরুদ্ধে কোন ব্যবস্হা নেয়নি। কীভাবে সে মানুষের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে রাখার মতো জঘন্যতম কাজ করে পাড় পেয়ে যাচ্ছে। যেখানে ব্যক্তির চেয়ে দল বড় সে যতই বলুক মিথ্যা, সত্য মিথ্যা যাচাই করে উপজেলা বিএনপি নেতৃবৃন্দদের অনেক আগেই উচিত ছিল ব্যবস্হা নেওয়ার। হেলালীর এমন কর্মকান্ডের কারণে দলের ভাবমূর্তি তো ক্ষুণ্ন হচ্ছে, কারণ সে তো একটি দলের সাথে সম্পৃক্ত। আমরা মনে করি ব্যক্তির চেয়ে দল বড় মনে করে দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা নেওয়া হবে।
হেলালীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাড়িতে খোঁজ নিয়ে যাওয়া হলে তিনি বাড়ি না থাকায় তার মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা বিএনপি দলের কর্মী আব্দুল আল হেলালীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপি নেতৃবৃন্দদের কাছে জানতে চাইলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।