আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলির আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌদ্দগ্রাম উপজেলা ও চৌদ্দগ্রাম পৌরসভা।
আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকদের প্রতি সম্মানসূচক প্রতিবছরই এই দিন টি শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শ্রমিকদের সংগঠন "বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন" চৌদ্দগ্রাম উপজেলা ও চৌদ্দগ্রাম পৌরসভার যৌথ উদ্যাগে চৌদ্দগ্রাম বাজারে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমীর এড.শাহজাহান চৌধুরী। এসময় তিনি বলেন,"যুগে যুগে এই বাংলাদেশে শ্রমিক শ্রেণি বঞ্চনার শিকার হয়ে আসছে। অথচ শ্রমিকরা হলো একটি দেশের ভীত।" তিনি আরো বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘ সময় ধরে শ্রমিকদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন।
এসময় উক্ত পোগ্রামে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জনাব,খায়রুল ইসলাম সহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মিছিল শেষে তারা একটি রেলির মধ্যে দিয়ে পোগ্রামের সমাপ্তি ঘোষণা করে।
মন্তব্য করুন