সিরাজগন্জ জেলার,বেলকুচি উপজেলার, বেলকুচি সদর ইউনিয়নের উত্তর দেলুয়া ডিএসএ উচ্চ বিদ্যালয় মাঠে। জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- প্রচার সম্পাদক, রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সিরাজগঞ্জ ৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনায় প্রত্যাশি জননেতা জানাব আমিরুল ইসলাম খান আলিম। প্রধান অতিথির বক্তব্যে আলিম বলেন বিএনপির কোন কমিটিতে কোন আওয়ামীলীগের সদস্যকে ঠাই দেওয়া হবে না। কেউ যদি আওয়ামী লীগের দোসরদের ঠাই দিতে চেষ্টা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্তা নেওয়া হবে। ১৭ বছর যারা নির্যাতন নিপীড়িত হয়েছে, তাদের কমিটিতে গুরুত্বপূর্ণ স্থানে রাখা হবে।আরও বলেন তার দল ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে, গর্ভবতী মা-বোনদের গর্ভবতী কার্ড প্রদান করা হবে যাতে গর্ভবতী অবস্থায় বিনামূল্যে চিকিৎসা নিতে পারি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সদস্য মোহাম্মদ গোলাম আযম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন।বেলকুচি উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম গোলাম। বেলকুচি পৌর বিএনপি'র সদস্য মামুন হোসেন বরাত ও জাহিদুল ইসলাম মুক্তারসহ প্রমুখ।
মন্তব্য করুন