পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন দিবস উপলক্ষে টানা ৪০ দিন ছুটি শেষে ৯ এপ্রিল আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখার ক্লাস শুরুর কথা ছিল; কিন্তু পরদিন শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, চলবে আগামী ১৩ মে পর্যন্ত। আশপাশের ছয়টি বিদ্যালয়ের কেন্দ্র পড়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানে। এর ফলে অন্যান্য শ্রেণির ক্লাস নিয়মিতভাবে নেওয়া যাচ্ছে না।
তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো.ছালাহ্ উদ্দীন প্রথম আলোকে বলেন, যেদিন এসএসসি পরীক্ষা থাকে না, সেদিন মাধ্যমিক ও কলেজ শাখার ক্লাস নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঈদুল আজহার পর শুরু হবে এইচএসসি পরীক্ষা। তখনো পরীক্ষার কারণে ক্লাসের বিঘ্ন ঘটবে। পাবলিক পরীক্ষার কারণে এই অস্বাভাবিক ক্লাস বন্ধের সমস্যা কেবল আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজেই নয়, সারা দেশের হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানেই একই সমস্যা। পাবলিক পরীক্ষার বাইরে আরও নানা রকম ছুটি বা অনির্ধারিত বন্ধের কারণে বছরের বড় অংশজুড়ে ক্লাস হয় না। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। শিখন–ঘাটতি নিয়েও অনেক শিক্ষার্থী ওপরের ক্লাসে উঠছে, যা তার কর্মক্ষেত্রেও প্রভাব পড়ছে।
মন্তব্য করুন