হাবিবুর রহমান সুমন
আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা শহরে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলের মতোই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায়ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, সম্ভাব্য নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় টেকেরহাট বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
পাশাপাশি সন্ধ্যার পর অতিরিক্ত মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,
“টেকেরহাট এলাকায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য চলমান রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত।”
এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং কোনো গুজবে কান না দিতে পরামর্শ দেওয়া হয়েছে।