মোঃ জাকি উল্লাহ।।
রায়গঞ্জে উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক দুলাল সরকার (৪০) এর বাড়িতে অনশন করছে সালমা খাতুন(৩৬) নামের দুই সন্তানের জননী। ওই গৃহবধূর বাড়ি একই গ্রামে এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (০৩ আগষ্ট ) সকাল থেকে উপজেলার ধুবিল ইউনিয়নে আমশড়া উত্তর পাড়া গ্রামে মৃত আলাআউদ্দিন সরকারের ছেলে দুলাল সরকারের বাড়িতে ওই গৃহবধূ অনশন করছেন।
প্রেমিকা সালমা খাতুন দাবি করেন,আমাদের বাড়িতে ধান ভাঙ্গানো মিল ছিল সেইখানে আমার প্রেমিক দুলাল সরকার কাজ করতো সেইখান থেকেই তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।আর এই প্রেম চলে প্রায় ৫ বছর। তিনি আরো বলেন,আমার আগের স্বামীর দুইটি সন্তান আছে। আমার সাথে প্রেম হওয়ার পরে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে আমার সাথে অসখ্যাবার শারীরিক সম্পর্ক করেছে এবং আমার কাছে থেকে প্রায় ১২ লক্ষ টাকা নিয়েছে। কিছুদিন হলো বিয়ের কথা বলাতে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এজন্য আমি তার বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসেছি।আমাকে আসা দেখে দুলাল পালিয়েছে। আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে যাবো না। এ বিষয়ে অভিযুক্ত দুলালের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে ফোন টি বন্ধ পাওয়া যায়।