KAEAS MAHAMUD।।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জেলা ভিত্তিক অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতায় জেলা সেরা আইডিয়া নির্বাচিত হওয়া ‘গ্রিন স্কুল ক্লিন স্কুল প্রতিযোগিতা ২০২৫’-এর আওতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোতে উপকরণ সামগ্রী হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২০২০ সালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর হিউম্যানিটি’ যে সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, সেই উদ্যোগ আজ বাস্তব রূপ পেয়েছে।
প্রতিযোগিতার আওতায় নির্বাচিত ২০টি বিদ্যালয়ের গ্রিন ও ক্লিন টিমের উপদেষ্টা শিক্ষকগণ এবং ছাত্র প্রতিনিধিরা আজ রবিবার দিনব্যাপী চলা আয়োজনে উপকরণ সামগ্রী গ্রহণ করেন।
উপকরণগুলোর মধ্যে ছিলো—পরিচ্ছন্নতা সামগ্রী, রিসাইকেলিং বক্স, বৃক্ষরোপণের চারা, গ্লাভস, মাস্ক, রেকর্ড সংরক্ষণ রেজিস্টার, মাক্স, হ্যান্ড গ্লাভস, বেষ্টনী, পোস্টার ও ব্যানার ইত্যাদি।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা, নিজ বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার দায়িত্ববোধ এবং অংশগ্রহণমূলক কার্যক্রমে সক্রিয়তা বৃদ্ধির লক্ষ্য স্থির করা হয়েছে।
উল্লেখ্য, এই কার্যক্রমের আয়োজন করে কাম ফর হিউম্যানিটি এবং বাস্তবায়নে সহযোগিতা করছে জেলা পরিষদ, মেহেরপুর।